eng
competition

Text Practice Mode

উপকারের ঘাড়ে লাথি।

created Oct 29th, 11:23 by RanaBDP


0


Rating

150 words
67 completed
00:00
একজন মহিলার একটি পোষা বেঁজি ছিল। বেঁজিটি খুব বিশ্বস্ত ছিলো। একদিন মহিলাটি তার শিশুকে বেঁজিটির তত্বাবধানে রেখে বাইরে গেল।
মহিলাটি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষনপর একটি কিং কোবরা সাপ বাসায় ঢুকলো। শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। বেঁজিটি সাপটির উপর ঝাপিয়ে পড়লো। অনেকক্ষন লড়াই করার পর সাপটি মারা গেল। বেঁজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাসার গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলো। যখন মহিলাটি বাসায় আসলো তখন বেজিটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল। মহিলাটি ভাবলো বেঁজিটি হয়তো তার শিশুকে কামড় দিয়েছে। তাই তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত করে বেঁজিটিকে মেরে ফেললো। কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন, শিশুটির পাঁশে একটি মৃত কিং কোবরা সাপ পড়ে আছে। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মৃত বেঁজিটির জন্য চোখের পানি ফেলা ব্যতীত তার আর কিছুই করার ছিল না। উপদেশ: যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন, আপনি যা করছেন তা কি সঠিক? নিচেৎ পরবর্তীতে অনুশোচনা ছাড়া আপনার আর কিছুই করার থাকবেনা। ধন্যবাদ

saving score / loading statistics ...