Text Practice Mode
আমার সোনার বাংলা
created Sep 29th, 06:12 by Md.Morshadul Islam
1
196 words
60 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
৬ সপ্তাহ আগের কথা ভাবলে অবাক লাগে তখন আসলে কতটা অজ্ঞ ছিলাম, কখনও ভাবিও নাই আসলে ৪০/৪২ দিনের মাথায় এতটা উন্নতি হবে। টাইপিং শুধু মাত্র এখন পান্তাভাত, আল্লাহর রহমতে টাইপিং শক্তি আগের তুলনায় অনেক উন্নত। এখন অনেক দ্রুত এবং নিজের ভাষায় নিজের মত করে লিখতে পারি একটা সময় বাংলা টাইপ করতে গেলে যুক্ত বর্ণ খুজে পেতাম না খুব কষ্ট হতো। ধীরে ধীরে পাল্টাছে সে লেখা। আমি অন্য কারো উন্নতি কেমন হয়ছে বলতে পারবো না। নিজের টা আমি খুব ভালো বলতে পারবো। সত্যিই সঠিক গাইডলাইন এ আমার দারুণ উন্নতি হয়েছে। আমি টাইপিংকে সব-চেয়ে বেশি প্রাধান্য দেওয়াটা এই প্রতিষ্ঠান থেকে শিখেছি। আর হৃদয় ভাইয়ের দেওয়া পরামর্শ সত্যি জাদু আছে, তবে যা বলবে শুনতে হবে। আমি তো ঝরে পরা, সে পেছনে বসা ছেলেটি। আসতে বসতে বকা শুনতে হয়। নিজের কাছে মনে হয়তো আমি কোন কাজের না। কিন্তু এই চর্চাই আমাকে নিজেকে জানতে বেশি সাহায্য করেছে। সময় কাটাতাম আজে-বাজে কাজ করে। কিন্তু এখন নিজের মতো করে সব করি। তাও আবার প্রতিটি কাজেই নিজের উন্নতির জন্য। বাংলা টাইপে যুক্তবর্ণে সমস্যা হতো, অনেক শব্দ লিখতে পারতাম না। যদি টুক-টাক লিখতাম তা অনেক ভুলে ভরা ছিলো। কিন্তু নিয়মিত টাইপিং করার কারণে এখন আমি অনেক ভালো গতি তুলতে পারি। কোনো একজন ছাত্রের বলা অনুভতি।
