Text Practice Mode
সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও পরিণতি
created Jul 9th, 17:06 by Oshim Kumar Sarker
1
97 words
58 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
আমাদের মনে আছে, একটি শ্বেতপত্র কমিটি হয়েছিল, ডাকসাইটে সব অর্থনীতিবিদ সেখানে ছিলেন। মাত্র তিন মাসেই তাঁরা ৫০০ পৃষ্ঠার প্রতিবেদন বানালেন। যদিও শ্বেতপত্র নিয়ে কেউ আর আগ্রহ দেখায় না; বরং সুইস ব্যাংকে বাংলাদেশিদের হঠাৎ আমানত বৃদ্ধি ও কয়েকজন উপদেষ্টার পিয়নদের সম্পদস্ফীতি নতুন করে আরেকটি শ্বেতপত্র কমিটির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
সাবেক একজন বিআইডিএস-প্রধান দুঃখ করে বলেছেন, তাঁদের করা প্রায় ৫০০ পৃষ্ঠার সংস্কার সুপারিশ সরকারের কর্তাব্যক্তিদের নাকি পড়ার সময় নেই। তাঁদের কেউ বলেছেন এই সুপারিশ ছোট্ট করে লিখে দিতে। এই অদক্ষ ব্যবস্থাপনার পরিণতি জাতিকে ভাবিয়ে তোলে বৈকি। তাই ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচনটি দিয়ে ফেলে ক্রম-অধোগতি থেকে অর্থনীতিকে উদ্ধার করা উচিত।
সাবেক একজন বিআইডিএস-প্রধান দুঃখ করে বলেছেন, তাঁদের করা প্রায় ৫০০ পৃষ্ঠার সংস্কার সুপারিশ সরকারের কর্তাব্যক্তিদের নাকি পড়ার সময় নেই। তাঁদের কেউ বলেছেন এই সুপারিশ ছোট্ট করে লিখে দিতে। এই অদক্ষ ব্যবস্থাপনার পরিণতি জাতিকে ভাবিয়ে তোলে বৈকি। তাই ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচনটি দিয়ে ফেলে ক্রম-অধোগতি থেকে অর্থনীতিকে উদ্ধার করা উচিত।
