Text Practice Mode
ফাঁস হওয়া ফোনালাপের জেরে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত
created Jul 2nd, 05:04 by Tajrin Tamanna
0
115 words
17 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
থাইল্যান্ডের সংবিধান আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্থ করেছে। সম্প্রতি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে তার একটি ফাঁস হওয়া ফোনালাপকে ঘিরে চাপের মুখে তিনি পদত্যাগের আহ্বানের মুখোমুখি হন। ফাঁস হওয়া অডিও ক্লিপটিতে পেতোংতার্ন হুন সেনকে “চাচা” বলে সম্বোধন করেন এবং এক থাই সামরিক কমান্ডারকে সমালোচনা করেন। এই অডিও ক্লিপ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং তার অপসারণের দাবিতে একটি পিটিশন জমা পড়ে, যা বর্তমানে আদালতের বিবেচনাধীন। এখন এই পরিস্থিতিতে, পেতোংতার্ন হতে পারেন শিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিবিদের ক্ষমতা হারানো কারণ। শিনাওয়াত্রা পরিবার গত দুই দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। এছাড়া পেতোংতার্ন নেতৃত্বাধীন জোট সরকার আগে থেকেই টালমাটাল অবস্থায় রয়েছে। কারণ দুই সপ্তাহ আগে একজন গুরত্বপূর্ণ রক্ষণশীল জোটসঙ্গী জোট ত্যাগ করেছেন।
