Text Practice Mode
সরকারি টাকায় সপরিবার সরকারি সফরে গিয়ে অতিরিক্ত সচিবের ‘আনন্দভ্রমণ’
created Jun 14th, 16:53 by Oshim Kumar Sarker
2
114 words
            29 completed
        
	
	5
	
	Rating visible after 3 or more votes	
	
		
		
			
				
					
				
					
					
						
                        					
				
			
			
				
			
			
	
		
		
		
		
		
	
	
		
		
		
		
		
	
            
            
            
            
			 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...
			
				
	
    00:00
				৯ থেকে ১২ জুন ছিল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি; কিন্তু এই সরকারি ছুটির মধ্যে তিন জেলায় সরকারি সফরে ছিলেন একজন অতিরিক্ত সচিব। সফরে তিন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল; কিন্তু কোথাও সেই বৈঠক হয়নি। প্রকল্প পরিদর্শনের কথা থাকলেও কার্যত তাও হয়নি। সফরে এই সরকারি কর্মকর্তার সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন এসব জেলার পর্যটনকেন্দ্রগুলো। এই সরকারি কর্মকর্তা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম। 
সিলেট ও মৌলভীবাজার জেলা প্রশাসনের দুজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, এটি ছিল মূলত আনন্দভ্রমণ। তিনি যখন এ অঞ্চলে আসেন, তখন ছিল সরকারি ছুটি। সরকারি অর্থে পরিবার নিয়ে বেড়ানোর কাজটি মূলত সেরেছেন তিনি।
			
			
	        সিলেট ও মৌলভীবাজার জেলা প্রশাসনের দুজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, এটি ছিল মূলত আনন্দভ্রমণ। তিনি যখন এ অঞ্চলে আসেন, তখন ছিল সরকারি ছুটি। সরকারি অর্থে পরিবার নিয়ে বেড়ানোর কাজটি মূলত সেরেছেন তিনি।
 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...