Text Practice Mode
মির্জা ফখরুল বলেন,
created Jun 10th, 12:15 by antar roy
0
190 words
            11 completed
        
	
	0
	
	Rating visible after 3 or more votes	
	
		
		
			
				
					
				
					
					
						
                        					
				
			
			
				
			
			
	
		
		
		
		
		
	
	
		
		
		
		
		
	
            
            
            
            
			 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...
			
				
	
    00:00
				মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন বলে যখন ঘোষণা আসে, তখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তাদের এ সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে, এর মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে, তা কাটিয়ে উঠতে পারে। একইসঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট... এ অবস্থায় এটি একটা বড় ইভেন্ট, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এটার গুরুত্ব অনেক বেশি। 
 
তিনি বলেন, সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন, সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ হওয়াটা একটি বড় ইভেন্ট বলে আমি মনে করি। তাদের সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, অনেক কিছু সহজ হতে পারে। নতুন ডাইমেনশনের সৃষ্টি হতে পারে। সম্ভাবনা অনেক আরকি... এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপরে যে, তারা এটি কীভাবে এটিকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
 
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। যে কোনো সময় ভোটের প্রস্তুতির জন্য প্রস্তুত বিএনপি।
 
এর আগে, সোমবার গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি বেঠকের সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
			
			
	        তিনি বলেন, সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন, সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ হওয়াটা একটি বড় ইভেন্ট বলে আমি মনে করি। তাদের সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, অনেক কিছু সহজ হতে পারে। নতুন ডাইমেনশনের সৃষ্টি হতে পারে। সম্ভাবনা অনেক আরকি... এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপরে যে, তারা এটি কীভাবে এটিকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। যে কোনো সময় ভোটের প্রস্তুতির জন্য প্রস্তুত বিএনপি।
এর আগে, সোমবার গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি বেঠকের সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...