Text Practice Mode
গাছ লাগানোর কথা কি ভুলে গেলাম আমরা
created Wednesday May 14, 05:43 by vaijan
0
131 words
26 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
গত বছরের তীব্র গরম নিশ্চয়ই মনে আছে? এ বছরও তাপমাত্রা বাড়ছে। প্রতিবছরই বাড়ি, রাস্তা ও কারখানা তৈরির জন্য গাছ কাটা হচ্ছে। ফলে দেশের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমরা গাছ কাটার পর নতুন গাছ লাগাচ্ছি না। এই প্রশ্ন কি কখনো মনে জেগেছে—কেন লাগাই না?
একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। বন অধিদপ্তরের তথ্যে দেখা যায়, বাংলাদেশে বনভূমি রয়েছে মাত্র ১৫ দশমিক ৫৮ শতাংশ। প্রয়োজনের তুলনায় ৯ দশমিক ৪২ শতাংশ কম। এই ঘাটতির কারণে বন্যা, জলোচ্ছ্বাস ও খরার মতো দুর্যোগ বাড়ছে। এনজিও ও সরকারি সংস্থাগুলোর উচিত সচেতনতামূলক প্রচারণা চালানো। গৃহস্থালি, ছাদ, রাস্তার পাশে ও রেললাইনের ধারে গাছ লাগাতে জনগণকে উৎসাহিত করতে হবে।
প্রায় সব বিশ্ববিদ্যালয়েই পরিবেশবাদী সংগঠন রয়েছে। তাদেরও উচিত বর্ষা মৌসুমে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া। সবশেষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে হলে গাছ লাগানোর বিকল্প নেই।
একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। বন অধিদপ্তরের তথ্যে দেখা যায়, বাংলাদেশে বনভূমি রয়েছে মাত্র ১৫ দশমিক ৫৮ শতাংশ। প্রয়োজনের তুলনায় ৯ দশমিক ৪২ শতাংশ কম। এই ঘাটতির কারণে বন্যা, জলোচ্ছ্বাস ও খরার মতো দুর্যোগ বাড়ছে। এনজিও ও সরকারি সংস্থাগুলোর উচিত সচেতনতামূলক প্রচারণা চালানো। গৃহস্থালি, ছাদ, রাস্তার পাশে ও রেললাইনের ধারে গাছ লাগাতে জনগণকে উৎসাহিত করতে হবে।
প্রায় সব বিশ্ববিদ্যালয়েই পরিবেশবাদী সংগঠন রয়েছে। তাদেরও উচিত বর্ষা মৌসুমে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া। সবশেষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে হলে গাছ লাগানোর বিকল্প নেই।
