eng
competition

Text Practice Mode

পর্ণগ্রাফির ভয়াবহতা

created Apr 22nd, 12:21 by MdZubair1


0


Rating

87 words
28 completed
00:00
পর্ণগ্রাফি একটি নীরব বিষ যা ধীরে ধীরে মানুষের মন চরিত্র নষ্ট করে দেয়। এটি শুধু সময় মনোযোগ নষ্টই করে না, বরং মানুষের নৈতিকতা, সম্পর্ক আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকেও দুর্বল করে ফেলে। অনেকেই অল্প বয়সে এর ফাঁদে পড়ে আসক্ত হয়ে পড়ে, যার ফলে পড়াশোনা, ক্যারিয়ার পারিবারিক জীবনে বড় ধরণের ক্ষতি হয়। পর্নগ্রাফি মানসিক রোগ, হতাশা একাকীত্ব সৃষ্টি করতে পারে। এটি মানুষকে কৃত্রিম আনন্দে ডুবিয়ে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেয়। তাই সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ ভালো অভ্যাস গড়ে তুলে এর ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করতে হবে।

saving score / loading statistics ...