Text Practice Mode
ইউনূস সরকার কতটা চাপমুক্ত
created Apr 12th, 10:27 by Oshim Kumar Sarker
1
143 words
17 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
এই মুহূর্তে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ ও ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় আমাদের রপ্তানি ব্যয় ও সময় দুটোই বাড়বে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। কিন্তু সেটা এখনই সম্ভব নয়। আমাদের সক্ষমতা ছিল না বলেই ভারতীয় বন্দর দিয়ে পণ্য রপ্তানি করা হতো।
ভারত এই সুবিধা বাতিলের জন্য তাদের পণ্যজটের দোহাই দিলেও মূল কারণ রাজনৈতিক। অনেকের ধারণা ছিল, ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে বরফ গলবে। কিন্তু সেটি গলেনি।
সাত-আট মাস ধরে সংস্কার ও নির্বাচন নিয়ে সরকার এত দৌড়ঝাঁপ, এত কমিশন গঠন, এত আলোচনার পরও এখনো কোনো সিদ্ধান্তে আসতে না পারা স্বস্তির খবর নয়। সরকার রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুড়ে দিয়েছে। আবার রাজনৈতিক দলগুলো বলছে, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। দুই পক্ষের এই দ্বৈরথ কিংবা অল্প সংস্কার না বেশি সংস্কারের দোলাচলে পড়ে নির্বাচন নিয়েই অনিশ্চয়তা তৈরি হোক, তা কেউ চায় না।
ভারত এই সুবিধা বাতিলের জন্য তাদের পণ্যজটের দোহাই দিলেও মূল কারণ রাজনৈতিক। অনেকের ধারণা ছিল, ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে বরফ গলবে। কিন্তু সেটি গলেনি।
সাত-আট মাস ধরে সংস্কার ও নির্বাচন নিয়ে সরকার এত দৌড়ঝাঁপ, এত কমিশন গঠন, এত আলোচনার পরও এখনো কোনো সিদ্ধান্তে আসতে না পারা স্বস্তির খবর নয়। সরকার রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুড়ে দিয়েছে। আবার রাজনৈতিক দলগুলো বলছে, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। দুই পক্ষের এই দ্বৈরথ কিংবা অল্প সংস্কার না বেশি সংস্কারের দোলাচলে পড়ে নির্বাচন নিয়েই অনিশ্চয়তা তৈরি হোক, তা কেউ চায় না।
