eng
competition

Text Practice Mode

সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাক

created Sunday April 06, 15:40 by Oshim Kumar Sarker


2


Rating

86 words
32 completed
00:00
শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকের অর্জন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আমরা মনে করি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে আলোচনার বিকল্প নেই।
আমরা মনে করি সমতা, ভ্রাতৃত্ববোধ ন্যায্যতার ভিত্তিতেই দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে হবে। কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে কোনোভাবেই দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে টেনে আনা সমীচীন নয়। দেরিতে হলেও দুই দেশের সরকারপ্রধান মুখোমুখি বসে কথা বলেছেন। নিজেদের উদ্বেগ প্রত্যাশার কথা জানিয়েছেন। আশা করি, এখন বাকি কাজ উচ্চ কূটনৈতিক পর্যায়ে এগিয়ে নেওয়া হবে।

saving score / loading statistics ...