Text Practice Mode
‘স্বামী বশ’ করতে গিয়ে যত কাণ্ড
created Tuesday April 01, 08:43 by vaijan
0
171 words
18 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
‘বিশেষ’ জ্ঞানসম্পন্ন নারী মুন্নী বেগম প্রচার করেছেন যে তিনি সূর্যশক্তিকে কাজে লাগিয়ে মানুষকে বশে আনতে পারে। শহরের অসংখ্য নারী তাঁর দরবারে ভিড় করতে থাকেন তাঁদের নিজ নিজ স্বামীকে বশে রাখার তদবির করতে। মুন্নী বেগমও এই সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিতে থাকেন প্রচুর টাকা। দেখা যায়, কোনো কোনো নারী মুন্নী বেগমের দরবারে আসার সময় তাঁদের স্বামীকেও সঙ্গে নিয়ে আসেন বশে আনার জন্য। এরপর কী ঘটে? ঘটতে থাকে নানান ঘটনা।
এমন গল্পে তৈরি হয়েছে সিচুয়েশনাল কমেডি নাটক ‘স্বামী বশ’। সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় শহরের পটভূমিতে নির্মাণ করা হয়েছে বিশেষ ধারাবাহিকটি। মানুষের অন্ধবিশ্বাসকে নিয়ে নির্মিত ধারাবাহিকটি গাজী টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হচ্ছে।
সাত দিনের এ ধারাবাহিকে অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ, সঞ্চিতা দত্ত, তারেক স্বপন, টি রসুল চান্নু, সাজিয়া লুবনা প্রমুখ।
উল্লেখ্য, ধারাবাহিকটির নির্মাতা সাইফ আহম্মেদ দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে ফিরেছেন নাটকের নির্মাণে। তিনি ২০১৩ সালে একক নাটক ও টেলিফিল্ম বিভাগে শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কার অর্জন করেন। তাঁর জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘চান্সমাস্টার’, ‘পাদুকা’, ‘অপ্রত্যাশিত ভালোবাসা’, ‘চান্স মাস্টার: দ্য পালাকার’, ‘লিয়াকতের লটারী’, ‘স্বপ্ন ও ভ্রূণ’ ইত্যাদি।
এমন গল্পে তৈরি হয়েছে সিচুয়েশনাল কমেডি নাটক ‘স্বামী বশ’। সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় শহরের পটভূমিতে নির্মাণ করা হয়েছে বিশেষ ধারাবাহিকটি। মানুষের অন্ধবিশ্বাসকে নিয়ে নির্মিত ধারাবাহিকটি গাজী টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হচ্ছে।
সাত দিনের এ ধারাবাহিকে অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ, সঞ্চিতা দত্ত, তারেক স্বপন, টি রসুল চান্নু, সাজিয়া লুবনা প্রমুখ।
উল্লেখ্য, ধারাবাহিকটির নির্মাতা সাইফ আহম্মেদ দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে ফিরেছেন নাটকের নির্মাণে। তিনি ২০১৩ সালে একক নাটক ও টেলিফিল্ম বিভাগে শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কার অর্জন করেন। তাঁর জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘চান্সমাস্টার’, ‘পাদুকা’, ‘অপ্রত্যাশিত ভালোবাসা’, ‘চান্স মাস্টার: দ্য পালাকার’, ‘লিয়াকতের লটারী’, ‘স্বপ্ন ও ভ্রূণ’ ইত্যাদি।
