eng
competition

Text Practice Mode

কেমন হবে নবদম্পতিদের ঘরের দেয়াল?

created Mar 20th, 07:34 by vaijan


0


Rating

232 words
26 completed
00:00
শুরুর দিকের দিনগুলোর অনেকটা সময় শোবার ঘরেই নিভৃতে কাটান নবদম্পতিরা। কত কথা, কত ভাবনা। কত হাসি, কত কান্নার স্মৃতির আলোড়ন। কখনো চলে পুরোনো বইয়ের পাতা ওলটানো। এই ঘরের বারান্দায়ই নতুন একেকটা ভোরের সূচনা, বিকেল বা সন্ধ্যার আয়েশি সময়যাপন। সেই ঘরের দেয়ালের জন্য কোমল রংই ভালো।
 
চলতি ধারাতেও শোবার ঘরের জন্য কোমল ধাঁচের রংই এখন জনপ্রিয়। ব্লাশ কিংবা আইভরি রং আধুনিক অন্দরে মানানসই। প্রশান্তি আর প্রেমের অনুভূতির জন্ম দেয় এমন রং। নিজস্ব এই পরিসরে লাক্সারি ম্যাট বা লাক্সারি সিল্কের রঙের ধারা ব্যবহার করতে পারেন।
 
বসার ঘরের জন্যও লাক্সারি সিল্ক দারুণ। পরিবারের সবার সঙ্গে একটা লম্বা সময় কাটানো হয় ঘরে। সমুদ্রের নীলের মতো উজ্জ্বল, প্রাণবন্ত রং বেছে নিতে পারেন বসার ঘরের দেয়ালের জন্য। ঘরের ছাদে থাকতে পারে ধূসর রঙের ছোঁয়া।
 
অতিথিদের থাকার ঘরের জন্য বেছে নিন কোমল ধাঁচের রং। খাবার ঘরে একটু হালকা, নিরপেক্ষ ধরনের রং ব্যবহার করতে পারেন।
ছোট আকারের ঘরের দেয়ালের জন্য গাঢ় শেডের রং উপযোগী না। বরং হালকা শেডের রং বেছে নেওয়া প্রয়োজন। তাতে ঘরটা বড় দেখায়।
 
বড় আকারের ঘরের দেয়ালে বা বড় করিডরে গাঢ় শেডের রং ব্যবহার করুন। আরামদায়ক সুখকর অনুভূতি দেবে।
 
আর শেষ কথা হলো, অন্দর আপনার রুচিশীলতার পরিচায়ক। নিজস্বতার পরিচয় রাখার এমন স্বাধীনতা আর কোথায়–ই বা পাবেন! তাই নিজের মনের কথা শুনুন। চলতি ধারার সঙ্গে নিজের ভাবনার মিশেলে সাজিয়ে তুলুন আপনার বাড়ির অন্দর। আর অবশ্যই আপনার জীবনসঙ্গীর ভালো লাগার দিকেও খেয়াল রাখুন। দুজনে মিলে তবেই না সংসার! দুজনের একই সঙ্গে পথচলার জন্যই না এত আয়োজন।

saving score / loading statistics ...