Text Practice Mode
হামজা আসবেন বলে সেজে উঠেছে পুরো এলাকা
created Mar 17th, 07:08 by vaijan
0
170 words
2 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
এমন না যে হবিগঞ্জের এই বাড়িতে তিনি আর আগে আসেননি। ছোটবেলা থেকে মায়ের সঙ্গে একাধিকবার এখানে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। তবে এবারের আসাটা যে ভিন্ন। হামজা এবার পুরোপুরি হয়ে গেছেন বাংলাদেশের, কদিন পর গায়ে জড়াবেন বাংলাদেশের লাল-সবুজ জার্সি। তাকে নিয়ে উন্মাদনাও বিপুল। হামজার আগমন উপলক্ষে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রাম তো বটেই, পুরো সিলেট বিভাগেই একটা উৎসবের আবহ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন হামজা। সর্বোচ্চ পর্যায়ের এমন কারো বাংলাদেশের হয়ে নামার ঘটনা ঘটবে প্রথমবার। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার।
ম্যাচটি খেলতে সোমবার সকালে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেট নামছেন হামজা। সিলেট থেকে গাড়ি করে যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন এক রাত। হামজার সঙ্গে যুক্তরাজ্য থেকে এসেছেন তার নিকটজনেরা।
হামজা আসবেন বলে পুরো গ্রামটি একটি উৎসবের ময়দানে পরিণত হয়েছে, পুটিজুরি মহাসড়ক থেকে তার বাড়ি পর্যন্ত ৪-৫ কিলোমিটার রাস্তায় ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ তৈরি করা হয়েছে। স্নানঘাটের এই কৃতি সন্তানের আগমনে রাজনীতিবিদ থেকে ক্রীড়াপ্রেমী পর্যন্ত সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন হামজা। সর্বোচ্চ পর্যায়ের এমন কারো বাংলাদেশের হয়ে নামার ঘটনা ঘটবে প্রথমবার। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার।
ম্যাচটি খেলতে সোমবার সকালে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেট নামছেন হামজা। সিলেট থেকে গাড়ি করে যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন এক রাত। হামজার সঙ্গে যুক্তরাজ্য থেকে এসেছেন তার নিকটজনেরা।
হামজা আসবেন বলে পুরো গ্রামটি একটি উৎসবের ময়দানে পরিণত হয়েছে, পুটিজুরি মহাসড়ক থেকে তার বাড়ি পর্যন্ত ৪-৫ কিলোমিটার রাস্তায় ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ তৈরি করা হয়েছে। স্নানঘাটের এই কৃতি সন্তানের আগমনে রাজনীতিবিদ থেকে ক্রীড়াপ্রেমী পর্যন্ত সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছেন।
