eng
competition

Text Practice Mode

কাঞ্চমেন্ড

created Mar 8th, 09:07 by bushra bayzid


0


Rating

134 words
19 completed
00:00
কৈলাশপুরীর দক্ষিণের নগর ‍উজাঁনি নগরে বসবাস করিতেন, বিশ্বের বড় ব্যবসায়ী শ্রী বাঁচ্চু বানিয়া, স্ত্রীর নাম মেনকা সুুন্দরী, মেয়ের নাম বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী বিবাহের পূর্বে লোহার কলাই সিদ্ধ করে, সতী সাবিত্রী নারীতে ভূষিত হন। উজাঁনে  নগরের দক্ষিণ পূর্ব নগর চম্পলা নগর। সেখানে বসবাস করতেন শ্রী চাঁন্দ সওদাগর, স্ত্রীর নাম সনকা দেবী। ছেলের নাম বালা লক্ষীন্দর। বালা লক্ষীন্দরেরা সাত ভাই ছিলেন।
বেহুলা সুন্দরী সতী নারী ভূষিত হলে, বালা নক্ষীন্দরের সহিত বেহুলা সুন্দরীর বিবাহ  হয় কাঞ্চ্যমেন্ড বাসর ঘর লাভ করেন। বাসর রাতে বালা লক্ষীন্দর সর্প দংশনে মারা গেলে, মৃত স্বামী লইয়া বেহুলা সুন্দরী দেবপুর যান। সেথায় বালা নক্ষীন্দরের মৃত ছয় ভাই সহ লক্ষীন্দর ঠাকুরকে পুনরায় পুনর্জীবিত করে, দেবপুর থেকে চম্পলা নগরে ফিরে আসেন। সঙ্গে করে নিয়ে এসেছিলেন, লক্ষীন্দর ঠাকুরের বাবা শ্রী চাঁন্দ সওদাগরের জলে ডুবে যাওয়া সপ্তম তরী (সাত জাহাজ সোনারুপা, হীরা মানিক মুক্তা)।

saving score / loading statistics ...