Text Practice Mode
টেবিল টেবিল....
created Mar 5th, 16:56 by Palash Gharami
0
109 words
26 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
পড়ার টেবিল একটি প্রয়োজনীয় আসবাব। এটি সাধারণত কাঠ, প্লাস্টিক বা লোহার তৈরি হয়। পড়ার টেবিলের উপর বই, খাতা ও লেখার উপকরণ রাখা হয়। টেবিল আমাদের পড়াশোনায় সাহায্য করে। এটি আমাদের সঠিকভাবে বসে মনোযোগ দিয়ে পড়তে উৎসাহিত করে। টেবিলের উচ্চতা ও আকার পড়ার জন্য উপযুক্ত হতে হয়। এটি পরিষ্কার ও গোছানো হলে পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। নিয়মিত টেবিল পরিষ্কার রাখা উুচিত। পড়ার টেবিল ছাড়া পড়াশোনা করা খুব কঠিন। তাই এটি ছাত্র-ছাত্রীদের জন্য খুব দরকারি। নিজেকে গোছানো থেকেও টেবিল গোছানো একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য হওয়া উচিত। কম্পিউটারের টেবিল আলাদা হলে আরও বেশি কাজের আসে। নির্দিষ্ট কাজ নিজের মতো নির্দষ্ট উপায় অবলম্বন করতে হবে। আমাদের টেবিল আমাদের প্রতিভার দায়ভার গ্রহণ করে।
