eng
competition

Text Practice Mode

বেহুলা লক্ষীন্দর

created Mar 4th, 13:48 by bushra bayzid


1


Rating

118 words
29 completed
00:00
সতী সাবিত্রী বেহুলা সুন্দরী লক্ষীন্দর ঠাকুর, পূর্ব জন্মে স্বর্গের অধিবাসী ছিলেন। স্বর্গে বেহুলা সুন্দরীর নাম ছিল ঊষা, নক্ষীন্দরের নাম ছিল অনুরুদ্ধ। ঊষা ছিলেন স্বর্গের রাজ সভার নৃত্যের দেবী অনুরুদ্ধ ছিলেন বাদক। স্বর্গের রাজ সভার সকল দেবগণের উপস্তিতিতে নৃত্য চলিতে ছিল। সেই সময় অনুরুদ্ধের কামরিপু জাগ্রত হয় বলে, তার বাজনার তাল ভঙ্গ হয়। ফলে ঊষার নাচ বন্ধ হয়ে যায়। সেই অবস্থা দেখে, শিব রাগানিত্ব হয় শিব ধ্যানে জানতে পারলেন যে, এখনো তারা কাম কামিনীতে জড়িত। সেই দোষে ঊষা অনুরুদ্ধকে শিব অভিশপ্ত করিলেন, আর বলিলেন, তোমাদের স্থান স্বর্গে নয়, তোমরা এখন মর্থে যাও নরকূলে জন্ম গ্রহন কর গিয়ে। ঊষা অনুরুদ্ধ কান্নায় ভেঙ্গে পড়েন, আর বলেন, প্রভু মোদের মর্থে দিবেন না। মর্থের কষ্ট অস্বাভাবিক যন্ত্রনা।

saving score / loading statistics ...