eng
competition

Text Practice Mode

বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’–এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প

created Feb 14th, 12:03 by Oshim Kumar Sarker


2


Rating

65 words
48 completed
00:00
যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট বলতে কেন্দ্রীয় সরকারের সদস্যদের, বিশেষ করে এফবিআই সিআইএর কর্মকর্তাদের গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে।
বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট - এর ভূমিকা নিয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়।
জবাবে ট্রাম্প বলেন, সেখানে (বাংলাদেশে) আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয়, যা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন। বাংলাদেশের বিষয়ে (বলার ভার) আমি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দেব।

saving score / loading statistics ...