eng
competition

Text Practice Mode

বিএনপি ও ছাত্রদল এমন বিপরীতমুখী অবস্থানে কেন?

created Feb 3rd, 08:46 by Oshim Kumar Sarker


2


Rating

93 words
14 completed
00:00
জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি যেই যুক্তি দিচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রশ্নে ঠিক উল্টো যুক্তি দিচ্ছে তাদের সহযোগী ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
 
প্রশ্ন হলো, নির্বাচন প্রশ্নে বিএনপি ছাত্রদলের বিপরীতমুখী অবস্থান কেন? ছাত্রদল কেন সংস্কারের নামে নির্বাচন পেছাতে চাইছে। তারা যেসব সংস্কার চাইছে সেগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক। তারা  যদি সেটি সমর্থন করে, তাদের পক্ষেই রায় যাবে। সে ক্ষেত্রে ছাত্রদলের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন এই বাহানায় যদি ছাত্র সংসদ নির্বাচন আটকে যায়, সেই দায়িত্ব ছাত্রদলকে নিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা পড়ুন। তারপর রাজনৈতিক অবস্থান ঠিক করুন।

saving score / loading statistics ...