eng
competition

Text Practice Mode

বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে

created Jan 31st, 16:00 by Oshim Kumar Sarker


2


Rating

94 words
12 completed
00:00
সময়ের একটি আলোচিত শব্দ হলো নির্বাচন। এটি বিবেচনায় রেখে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ। কেউ নির্বাচন চায়, কেউ চায় না। কেউ আগে চায়, কেউ চায় ধীরেসুস্থে। নিয়ে কথা চালাচালি আর কাইজা চলছে।
 
একটা খবরে রাজনীতির বাজার বেশ গরম। বৈষম্যবিরোধী আন্দোলনের তরুণেরা নতুন দল তৈরি করছেন। নিয়ে কোনো কোনো পুরোনো দল নড়েচড়ে বসছে। তারা মনে হয় ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গানের কলি মনে পড়ে গেল - মেরে অঙ্গনে মে তুমহারা ক্যায়া কাম হ্যায়?
 
গুটিকয় আন্ডারগ্রাউন্ড বা প্রবাসী ফেসবুকার-ইউটিউবার ছাড়া সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপিকেও তারা একই কাতারে ফেলছে বা ফেলবে। বিএনপির জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এর মধ্যে আবার নতুন এক 'উপদ্রব' তরুণদের রাজনৈতিক দল গঠনের 'পাঁয়তারা'। বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে?

saving score / loading statistics ...