Text Practice Mode
‘দুজনার দুটি পথ’ বিএনপি–জামায়াতের দ্বৈরথ
created Jan 12th, 04:08 by Oshim Kumar Sarker
2
104 words
26 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
সম্প্রতি এক সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে ব্যাংক লুটকারী এস আলমদের উত্তরসূরি হয়েছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। টেন্ডারবাজি, পাড়া-মহল্লায় টার্মিনালসহ নানা কিছু দখল করেছে একটি দল। পায়ের রগ কারা কাটে, তাদের চেনে জনগণ।
রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ ভূমিকা জাতি গ্রহণ করেছে। এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে।
সাম্প্রতিককালে দুই দলের নেতাদের কথাবার্তায় এটা স্পষ্ট যে বিএনপি আর জামায়াতের দুটি পথ যে আলাদা হয়ে গেছে, নিকট ভবিষ্যতে তা এক হওয়ার সম্ভাবনা নেই।
রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ ভূমিকা জাতি গ্রহণ করেছে। এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে।
সাম্প্রতিককালে দুই দলের নেতাদের কথাবার্তায় এটা স্পষ্ট যে বিএনপি আর জামায়াতের দুটি পথ যে আলাদা হয়ে গেছে, নিকট ভবিষ্যতে তা এক হওয়ার সম্ভাবনা নেই।
