Text Practice Mode
আসলে বেকার কত
created Jan 9th, 07:40 by Oshim Kumar Sarker
1
85 words
45 completed
4.5
Rating visible after 3 or more votes
00:00
যেখানে বেকারত্বের সংজ্ঞা নিয়েই গোলমাল, সেখানে বেকারের সংখ্যা নিরূপণ করা কঠিন। আইএলওর সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে যাঁরা এক ঘণ্টা উপার্জন করেন, তাঁদেরও কর্মরত হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশ তো বটেই, পৃথিবীর কোনো দেশেই সপ্তাহে এক ঘণ্টা কাজ করে কেউ চলতে পারেন না।
তারপরও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আইএলওর সংজ্ঞা মেনে বেকারের সংখ্যা নিরূপণ করে থাকে, যা অবিশ্বাস্য! বিবিএসের হিসাবে ২০২৪ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। আর হিসাবটি প্রস্তুত করা হয়েছে ১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) অনুযায়ী।
তারপরও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আইএলওর সংজ্ঞা মেনে বেকারের সংখ্যা নিরূপণ করে থাকে, যা অবিশ্বাস্য! বিবিএসের হিসাবে ২০২৪ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। আর হিসাবটি প্রস্তুত করা হয়েছে ১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) অনুযায়ী।
saving score / loading statistics ...