Text Practice Mode
এই লেখার নামই হলো হ-য-ব-র-ল
created Dec 14th, 17:33 by Bodiul islam
0
160 words
13 completed
0
Rating visible after 3 or more votes
00:00
মানুষ মাত্রই ভুল। এই কথাটি মানুষ তখনই ব্যবহার করে যখন কোনো ব্যাক্তিকে, কোনো বিষয়ে রাজি করাতে হয় বা ক্ষমা চাইতে হয়। সহজভাবে বলতে গেলে একবার ঠকানোর পর আরেকবার ঠকানোর প্রথম কথার ছল হলো ‘মানুষ মাত্রই ভুল’। তবে ক্ষমা করা মহৎ গুণ। আপনারা কেউ কি বলতে পারবেন ‘গুণ’ শব্দটিতে কেনো ‘ণ’ এর ব্যবহার হয়েছে? কিছু কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন- চাণিক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পূণ্য, বেণী, ফণী, অণু, বিপণী, গণিকা। এছাড়াও আরো কিছু শব্দ রয়েছে। সবগুলো শব্দ উল্লেখ করলাম না। তো প্রসঙ্গে ফেরা যাক। যা বলছিলাম, “ক্ষমা করা মহৎ গুণ”। ক্ষমাকারীকে আল্লাহ্ তা‘য়ালা ভালোবাসেন। আল্লাহ তা‘য়ালা যাদের ভালোবাসেন, তাদের পুরস্কার সরূপ জান্নাত দান করেন। আল্লাহ্ তা‘য়ালা মানুষের জন্য ৭ স্তর বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন। তবে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন মানুষ ‘অকৃতজ্ঞ’। তাই মানুষের উপকার করে তার নিকট হতে কিছু পাওয়ার আশা করা উচিৎ নয়। এসব এলোমেলো কথা লিখা হয়েছে কারণ, এই টেক্সট এর টাইটেলই হলো ‘হ-য-ব-র-ল’।
saving score / loading statistics ...