Text Practice Mode
বাংলা টাইপ
created Nov 28th, 05:08 by Fahmida1997
2
177 words
27 completed
5
Rating visible after 3 or more votes
00:00
একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রাা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল, যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত। কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে। আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু তখন আর লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে? তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না, সে গরম পানির জন্য মারা যায়নি। সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে। ঠিক তেমনি প্রতিটা মানুষের স্থান কাল পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত। অর্থাৎ সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময়ে নেয়া উচিত। আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেয়া উচিত না। (সংগৃহিত)
saving score / loading statistics ...