eng
competition

Text Practice Mode

শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,,

created Nov 4th, 12:55 by Palash Gharami


1


Rating

81 words
11 completed
00:00
পৃথিবীতে এমন কিছু লোক আছে, যারা উপকারীর উপকার স্বীকার করে না। বরং তারা সামান্য উপকার করতে পারলেই, দম্ভভরে তা প্রচার করে বেড়ায়।
দিঘির বিশাল জলরাশির মধ্যে শৈবালের অবস্থান অস্তিত্ব। এই শৈবালের ওপর জমেছে ভোরের শিশির। শিশিরের ক্ষুদ্র ফোঁটা গড়িয়ে পড়েছে দিঘির অগাধ জলে। এই সামান্য শিশির ফোঁটাকে শৈবাল দিঘির প্রতি তার মহৎ দান বলে গণ্য করছে। অথচ দিঘির বিশাল জলরাশির কাছে এক ফোঁটা শিশির অতি তুচ্ছ। দিঘির জলেই যার অস্তিত্ব, সেই দিঘির প্রতি শৈবালের এমন দাম্ভোক্তি সত্যি হীনমন্মতার পরিচায়ক।
   
 

saving score / loading statistics ...