Text Practice Mode
রূপপুর রপারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
created Sep 14th, 16:00 by Bodiul islam
2
117 words
33 completed
5
Rating visible after 3 or more votes
00:00
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশর কর্তৃৃক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হয়েছে। এটি দেশের সবচেয়ে বড় এবং অর্থনৈতিক দিক থেকে সর্বাধিক ব্যয়বহুল প্রকল্প। কেন্দ্রটিতে দুটি ইউনিট আছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৩ সালে উৎপাদন শুরু করে। দ্বিতীয় ইউনিট টি ২০২৪ সালে বিদ্যৎ উৎপাদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। দুর্ঘটনা রোধে কেন্দ্রটিতে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। কেন্দ্রটিতে আড়াই হাজার দক্ষ জনবলের কর্মসংস্থান হবে। কেন্দ্রটি হতে অনেক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। দেশের ১৮ লাখ পরিবার এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা লাভ করবে।
saving score / loading statistics ...