eng
competition

Text Practice Mode

ফিলিস্তিন সংঘাত ও সমাধান।

created Oct 21st 2023, 05:35 by abal man


1


Rating

120 words
5 completed
00:00
আল-আহলি আল–আরাবি ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলায় ৫০০ জনসহ টানা হামলায় সাড়ে হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যার পর এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের পক্ষে গাজার নিধনযজ্ঞের ঘটনা উপেক্ষা করা অসম্ভব। গাজায় হামলায় কমপক্ষে ৫০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। নারী, শিশু, নবজাতকসহ তাঁদের পরিবারের প্রত্যেক সদস্য নিহত হয়েছেন।  
 
গাজায় যাঁরা এখনো রয়েছেন, তাঁদের উদ্দেশে আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। এর অর্থ হলো, উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে তাঁদের বসতি খালি করে চলে যেতে হবে। তাতে ব্যর্থ হলে বোমা হামলা স্থল অভিযানে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে তাঁদের।
 
জাতিসংঘ বলেছে, ধরনের গণ-অপসারণ অসম্ভব এবং এর ফলে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। জাতিসংঘ ইসরায়েলকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মিনতি করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এই আদেশকে খুব স্পষ্ট করে বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন।’

saving score / loading statistics ...