Text Practice Mode
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ
created Sep 18th 2023, 08:01 by Mayeen
2
77 words
22 completed
5
Rating visible after 3 or more votes
00:00
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর মূল প্রতিষ্ঠানের আমদানির তথ্য নিয়ে এই তালিকা করেছে প্রথম আলো। শীর্ষস্থানীয় গ্রুপের যৌথ বিনিয়োগ ও মূল গ্রুপের বাইরের প্রতিষ্ঠানের হিসাব এ তালিকায় ধরা হয়নি। এ ছাড়া বিদেশি প্রতিষ্ঠানও হিসাবে রাখা হয়নি। বিলিয়ন ডলার ক্লাবে জায়গা পাওয়া সব কটি শিল্প গ্রুপের খাদ্যপণ্যের ব্যবসা রয়েছে। ভোগ্যপণ্যে উৎপাদনের মতো মৌলিক কারখানা রয়েছে এমজিআই ও সিটি গ্রুপের। প্রাণ ও স্কয়ার ছাড়া প্রায় সব কটি শিল্প গ্রুপের আমদানি প্রতিস্থাপক কারখানার সংখ্যা বেশি। তবে এখন রপ্তানিতে জোর দিচ্ছে কোম্পানিগুলো।
saving score / loading statistics ...