Text Practice Mode
এসইও কাকে বলে?
created Sep 17th 2023, 14:02 by Sagor Biswas (Sagor)
1
123 words
0 completed
0
Rating visible after 3 or more votes
SEO হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে বা শীর্ষে নিয়ে আসা। এসইও একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে পচিচিতি ঘটিয়ে তাকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসা।
একটি কোম্পানি কেন এসইও করে? এসইও এর মাধ্যমে একটি কোম্পানীর ওয়েব সাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসলে যখন কোন ভিজিটর শীর্ষে থাকা সাইটের তথ্য পাওয়ার জন্য সেখানে প্রবেশ করে। এভাবে কোন কোম্পানী তাদের প্রডাক্ট বা সার্ভিসকে ভিটিটরের কাছে পরিচিতি ঘটায়। আর এর মাধ্যমে ভিজিটর সেই কোম্পানীর পন্য সম্পর্কে তথ্য লাভ করে প্রডাক্ট বা সেবা ক্রয় করার জন্য মনন্থির করে। এভাবে কোম্পানী তাদের পন্য বা সেবা ক্রেতার কাছে পৈৗছে দিয়ে তাদের ব্যবসার পরিধি আরো বিস্তার করে এবং কোম্পানী আগের চেয়ে বেশি সেলস করতে পারে।
00:00
SEO হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে বা শীর্ষে নিয়ে আসা। এসইও একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে পচিচিতি ঘটিয়ে তাকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসা।
একটি কোম্পানি কেন এসইও করে? এসইও এর মাধ্যমে একটি কোম্পানীর ওয়েব সাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসলে যখন কোন ভিজিটর শীর্ষে থাকা সাইটের তথ্য পাওয়ার জন্য সেখানে প্রবেশ করে। এভাবে কোন কোম্পানী তাদের প্রডাক্ট বা সার্ভিসকে ভিটিটরের কাছে পরিচিতি ঘটায়। আর এর মাধ্যমে ভিজিটর সেই কোম্পানীর পন্য সম্পর্কে তথ্য লাভ করে প্রডাক্ট বা সেবা ক্রয় করার জন্য মনন্থির করে। এভাবে কোম্পানী তাদের পন্য বা সেবা ক্রেতার কাছে পৈৗছে দিয়ে তাদের ব্যবসার পরিধি আরো বিস্তার করে এবং কোম্পানী আগের চেয়ে বেশি সেলস করতে পারে।
saving score / loading statistics ...