eng
competition

Text Practice Mode

চলতি বছরের জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের জন্য আগ্রহী

created Jul 28th 2023, 12:57 by Sanoar Hossain


3


Rating

100 words
14 completed
00:00
চলতি বছরের জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। প্রতিবছরের মতো এবারও দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে অবদান রাখছেন এমন অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পুরস্কৃত করবে সংস্থাটি। আগামী ২৪ আগস্টের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন উদ্যোক্তারা।
 
বর্ষসেরা অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা—এই তিন শ্রেণিতে পুরুষ নারী উদ্যোক্তাদের আলাদাভাবে পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন। প্রতিটি শ্রেণি থেকে একজন করে উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। ছাড়া একটি দেশীয় স্টার্টআপ উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন এমন একজনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

saving score / loading statistics ...