eng
competition

Text Practice Mode

বনানীতে গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

created Jul 28th 2023, 04:56 by Mozammal haque


2


Rating

85 words
18 completed
00:00
রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান ওরফে রনি(২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঘটনা ঘটে। পুলিশ বলছে, আশরাফুজ্জামান নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে বুকে গুলি করে আত্নহত্যা  করেছেন বলে ধারনা করা হচ্ছে। প্রেমঘটিত কারনে হতাশা থেকে তিনি আন্তহত্যা করে থাকতে পারেন।  
পুলিশ সূত্রে জনায়, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন আশফাকুজ্জামান সেখানে একটি বাথরুমে গিয়ে নিজেই নিজের বুকে গুলি করেন। আশরাফুজ্জামান পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন।

saving score / loading statistics ...