eng
competition

Text Practice Mode

বাংলা টাইপিং টেস্ট

created May 23rd 2023, 11:53 by AceAttorney


3


Rating

99 words
27 completed
00:00
ঢাকার ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
 
সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছুটাছুটি শুরু করেন। ঘটনার আগ থেকেই ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার জন্য পুলিশ বিএনপি নেতারা পরস্পরকে দোষারোপ করছেন। বিএনপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা আটকে পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়। আর পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।

saving score / loading statistics ...