Text Practice Mode
শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে বাসদের মানববন্ধন
created Mar 7th 2023, 15:26 by Jubaer Rahman Babu
3
102 words
15 completed
0
Rating visible after 3 or more votes
00:00
শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পাবনার কাশিনাথপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে উল্লাপাড়া পর্যন্ত রেললাইন প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বাসদের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কবীর আজমল হোসেন সহ-সভাপতি কবীর আজমল বিপুল সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু আব্দুল আলিম, ছাত্র ফ্রন্ট নেতা ছানোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন তাঁত শিল্প ও গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাঘাবাড়ি নৌ-বন্দর, বাঘাবাড়ি মিল্কভিটা, বাঘাবাড়ি অয়েল ডিপো, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য গুদামসহ বিভিন্ন
saving score / loading statistics ...