eng
competition

Text Practice Mode

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে বাসদের মানববন্ধন

created Mar 7th 2023, 15:26 by Jubaer Rahman Babu


3


Rating

102 words
15 completed
00:00
শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পাবনার কাশিনাথপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে উল্লাপাড়া পর্যন্ত রেললাইন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বাসদের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কবীর আজমল হোসেন সহ-সভাপতি কবীর আজমল বিপুল সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু আব্দুল আলিম, ছাত্র ফ্রন্ট নেতা ছানোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন তাঁত শিল্প গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাঘাবাড়ি নৌ-বন্দর, বাঘাবাড়ি মিল্কভিটা, বাঘাবাড়ি অয়েল ডিপো, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য গুদামসহ বিভিন্ন  

saving score / loading statistics ...