Text Practice Mode
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরীক্ষা ২০২২
created Feb 7th 2023, 17:46 by MdArafatuzzaman
3
298 words
10 completed
0
Rating visible after 3 or more votes
00:00
জয় দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হলেও চোটে চিন্তায় ফেলেছে দলকে। গত খেলায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে দুই এক ব্যবধানে জয় পায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান দল।
গোল করতে না পারলেও দলটির এমন জয়ে ভুমিকা রেখেছেন নেইমার। এদিন খেলার ১০ মিনিটে প্রথম কর্নার পায় ব্রাজিল। নেইমার সরাসরি গোলপোস্টে শর্ট করেছিলেন। সার্বিয়ার গোল রক্ষক বলটি প্রতিহত করেন। ২১ মিনিটে নেইমার প্রথম গোলমুখে শর্ট করেন। সেই শর্টটি রুখে দেন জানজার। ২৮ মিনিটে গোলের সুযোগ পেযেও তা কাজে লাগাতে পারেনি দলটি। বিরতির পর ৬২ মিনিটে নেইমার হারানো বলটা বক্সের ভেতরে পন ভিনিসিয়াস। তার শর্টটা ফিরিয়ে দেন গোলরক্ষক । সার্বিয়া মেচে ৯ বার ফাউলের শিকার হন ব্রজিলের এই মহা তারকা। কিন্তু ম্যাচের ১০ মিনিট থাকতে শেষমেশ মাঠ ছেড়েছেন ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে। দুই এক গোলের দারুণ জয়ের দিনেও যা বড় চিন্তাই উপহার দিয়েছে ব্রাজিলে কোচ তিতেকে।
লুসাইল মাঠে এই ম্যাচটা নেইমার খেলেছেন শুরু থেকেই। পুরো ম্যাচে যে ছড়ি গুরিয়েছে ,তাতে সিংহভাগ কতৃত্ব ছিল তারই। এই তারকাকে এই এক মম্যাচেই ফাউল করা হয়েছে ৯ বার। বিশ্বকাপে এক ম্যাচে এর চেয়ে ফাউলের শিকার হননি আর কেউই। ব্রাজিল শিবির থেকে জানানো হয়েছে, তার গোড়ালি মচকে গেছে। তার পায়ের যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, গোড়ালি অনেকটা ফুলে গেছে। ব্রাজিল দলে এখন নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা। ম্যাচ শেষে ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে। গোড়ালির অবস্থা কী পর্যায়ে আছে তা জানতে ২৪ থেকে ৪৮ ঘন্টা নেইমারকে পর্যবেক্ষনে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিসৎক । অথচ তিনদিন পরেই ব্রাজিরে পরবর্তী ম্যাচ।
টিম ডক্টর ভয়ের কথা বললেও ব্রাজিলের কোচ তিতে আশা করেছেন নেইমারে সুস্থ হয়ে উঠবেন। অন্তত তার বিশ্বকাপ শেষ নয় বলে জোর দিয়ে বলেছেন কোচ, আপনারা নিশ্চিত থাকতে পারেন নেইমার বিশ্বকাপে খেলবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১ টায় ব্রাজিল মুখোমুখি হবে সুইসদের। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক দিন।
গোল করতে না পারলেও দলটির এমন জয়ে ভুমিকা রেখেছেন নেইমার। এদিন খেলার ১০ মিনিটে প্রথম কর্নার পায় ব্রাজিল। নেইমার সরাসরি গোলপোস্টে শর্ট করেছিলেন। সার্বিয়ার গোল রক্ষক বলটি প্রতিহত করেন। ২১ মিনিটে নেইমার প্রথম গোলমুখে শর্ট করেন। সেই শর্টটি রুখে দেন জানজার। ২৮ মিনিটে গোলের সুযোগ পেযেও তা কাজে লাগাতে পারেনি দলটি। বিরতির পর ৬২ মিনিটে নেইমার হারানো বলটা বক্সের ভেতরে পন ভিনিসিয়াস। তার শর্টটা ফিরিয়ে দেন গোলরক্ষক । সার্বিয়া মেচে ৯ বার ফাউলের শিকার হন ব্রজিলের এই মহা তারকা। কিন্তু ম্যাচের ১০ মিনিট থাকতে শেষমেশ মাঠ ছেড়েছেন ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে। দুই এক গোলের দারুণ জয়ের দিনেও যা বড় চিন্তাই উপহার দিয়েছে ব্রাজিলে কোচ তিতেকে।
লুসাইল মাঠে এই ম্যাচটা নেইমার খেলেছেন শুরু থেকেই। পুরো ম্যাচে যে ছড়ি গুরিয়েছে ,তাতে সিংহভাগ কতৃত্ব ছিল তারই। এই তারকাকে এই এক মম্যাচেই ফাউল করা হয়েছে ৯ বার। বিশ্বকাপে এক ম্যাচে এর চেয়ে ফাউলের শিকার হননি আর কেউই। ব্রাজিল শিবির থেকে জানানো হয়েছে, তার গোড়ালি মচকে গেছে। তার পায়ের যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, গোড়ালি অনেকটা ফুলে গেছে। ব্রাজিল দলে এখন নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা। ম্যাচ শেষে ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে। গোড়ালির অবস্থা কী পর্যায়ে আছে তা জানতে ২৪ থেকে ৪৮ ঘন্টা নেইমারকে পর্যবেক্ষনে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিসৎক । অথচ তিনদিন পরেই ব্রাজিরে পরবর্তী ম্যাচ।
টিম ডক্টর ভয়ের কথা বললেও ব্রাজিলের কোচ তিতে আশা করেছেন নেইমারে সুস্থ হয়ে উঠবেন। অন্তত তার বিশ্বকাপ শেষ নয় বলে জোর দিয়ে বলেছেন কোচ, আপনারা নিশ্চিত থাকতে পারেন নেইমার বিশ্বকাপে খেলবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১ টায় ব্রাজিল মুখোমুখি হবে সুইসদের। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক দিন।
saving score / loading statistics ...