eng
competition

Text Practice Mode

বিশ্বকাপে পরিস্কার- পরিচ্ছন্নতা

created Nov 30th 2022, 14:07 by Rj Raz


1


Rating

88 words
18 completed
00:00
বিশ্বকাপে পরিস্কার- পরিচ্ছন্নতার যে অসাধারণ ‘শিক্ষা’ দিয়ে যাচ্ছে জাপান। একদম চকচকে ড্রেসিং রুম! ম্যাচের আগের সবকিছু যোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয় ঠিক সেভাবেই সাজানো ছিল ড্রেসিং রুম। ছবিতে দেখে মনে হয়েছে, এখনই বুঝি এই ড্রেসিংরুমে নতুন একটি দল আসবে এবং নতুন ম্যাচ খেলতে নামবে। আসলে তা নয়। ছবিটি ম্যাচের শেষে, যে ম্যাচে ইতিহাস গড়েছে জাপান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে এশিয়ার দেশটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কাল জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয়ের পর জাপানের ড্রেসিংরুমের একটি ছবি প্রকাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি দেখার পর।  

saving score / loading statistics ...