eng
competition

Text Practice Mode

তৃতীয় শীতলক্ষ্যা সেতু

created Nov 18th 2022, 15:51 by Al Jobayer


0


Rating

171 words
21 completed
00:00
সড়ক পরিবহন সেতু মন্ত্রনালয় ‘নাসিম ওসমান সেতু নাম দিয়ে প্রজ্ঞাপন জারি করা শীতলক্ষ্যা নদীর উপরে নির্মিত ‘তৃতীয় শীতলক্ষ্যা সেতু’ দেশের প্রায় ১৮ জেলাকে সরাসরি চট্টগ্রামের সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ ঢাকায় প্রবেশ না করেই চট্টগ্রামে যাতায়াত করতে পারবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠী  
তৃতীয় শীতলক্ষ্যা সেতু সম্পর্কিত তথ্য:
নামকরণ: বীর মুক্তিযোদ্ধা কে এম নাসিম ওসমান সেতু।
সংযুক্ত: প্রায় ১৮ জেলার সঙ্গে। ( নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পদ্মা সেতু হয়ে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া থেকে ঢাকা শহরে প্রবেশ না করে সরাসরি চট্টগ্রামে যাওয়া যাবে। ছাড়া ঢাকা নারায়ণগঞ্জ শহরের বাইপাস হিসেবে ব্যবহৃত হবে)।
পূর্ব পারে : বন্দর উপজেলার মদনগঞ্জ।
পশ্চিম পারে : নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর।
স্প্যান : ৩৮টি।  
দৈর্ঘ্য : দশমিক ২৯ কিলোমিটার
প্রস্থ : ২২ দশমিক ১৫ মিটার।
টোল : সর্বনিম্ন   টাকা আর সর্বোচ্চ ৬২৫ টাকা।
অনুমোদিত হয় : ২০১০ সালে।
ভিওিপ্রস্তর স্থাপিত হয় : ১৪ ফেব্রুয়ারি ২০১৫।
নির্মাণকাজ শুরু : ২৮ জানুয়ারি ২০১৮।
নির্মাণব্যয় : ৬০৮.৫৬ কোটি টাকা।
অর্থায়নে সহযোগিতা করেছে : সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)।
নির্মাতা প্র্রতিষ্ঠান : সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড (চীন)।

saving score / loading statistics ...