eng
competition

Text Practice Mode

বহির্বিশ্বে বাংলাদেশ

created Nov 17th 2022, 12:50 by Al Jobayer


1


Rating

112 words
18 completed
00:00
সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ। ২০২২ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি পেয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ। অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো- মালদ্বীপ (প্রাপ্ত ভোট ১২৬), ভিয়েতনাম ( প্রাপ্ত ভোট ১৪৫), কিরগিজস্তান (প্রাপ্ত ভোট ১২৬)। অঞ্চলে বাংলাদেশসহ মোট সাতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিদ্বন্দ্বি অন্য দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান বাহরাইন। উল্লেখ্য, ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে দুই মেয়াদে (২০১৫ থেকে ২০২১ পর্যন্ত) সদস্য ছিল বাংলাদেশ।
 

saving score / loading statistics ...