Text Practice Mode
বহির্বিশ্বে বাংলাদেশ
created Nov 17th 2022, 12:50 by Al Jobayer
1
112 words
18 completed
0
Rating visible after 3 or more votes
00:00
সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ। ২০২২ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি পেয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ। এ অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো- মালদ্বীপ (প্রাপ্ত ভোট ১২৬), ভিয়েতনাম ( প্রাপ্ত ভোট ১৪৫), ও কিরগিজস্তান (প্রাপ্ত ভোট ১২৬)। এ অঞ্চলে বাংলাদেশসহ মোট সাতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিদ্বন্দ্বি অন্য দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইন। উল্লেখ্য, ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে দুই মেয়াদে (২০১৫ থেকে ২০২১ পর্যন্ত) সদস্য ছিল বাংলাদেশ।
saving score / loading statistics ...