eng
competition

Text Practice Mode

বাংলাদেশের অর্থনীতি

created Aug 29th 2022, 10:28 by PRODIPKUMARBISWAS


0


Rating

120 words
2 completed
00:00
একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের যোগযোগ ব্যবস্থার উন্নয়নের উপর পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ অঞ্চলের সাথে সারাদেশের যোগাযোগ অনেক সহজ হয়ে আসবে দেশের বাকি অংশের সাথে সড়ক যোগাযোগ এই সেতু নিশ্চয়তা দেবে, ফলে যাতাযাতের সময় ব্যয় উভয়ই হ্রাসপাবে। নির্মিত হওয়ার ৩১ বছরের মধ্যে জিডিপি ৬০০০ মিরিয়ন ডলার বৃদ্ধি পাবে এবং ২০৩২ সালে পর বাৎসরিক রিটার্ন ৩০০ দাঁড়াবে। উন্নত যোপাযোগ ব্যবস্থাকে শিল্পায়নের প্রাণ বলা হয়। কেননা কাঁচা মালের সহজরভ্যতা এবং উৎপাদিত পন্যের বাজারজাতহকরণের জন্য প্রয়োজন উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা তাই পদ্মা সেতু নির্মিত হলে দেশের শিল্প উন্নয়ন ত্বরানিত হবে এতে কোনো সন্দেহ নেই। যথাযথ গ্যাস সরবরাহ পেলে পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হবে আশা করা হচ্ছে।  

saving score / loading statistics ...