Text Practice Mode
বাহলুল ও বাদশাহ
created Aug 10th 2022, 09:12 by Toufiq
2
166 words
35 completed
0
Rating visible after 3 or more votes
00:00
আব্বাসী খলীফা হারুনুর রশীদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল। যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেনঃ বাহলুল! ওহে পাগল! তোমার কি আর জ্ঞান ফিরবে না? পাগল ব্যক্তি বাদশা হারুন অর রশিদ এর মুখে এমন কথা শুনে সে হেসে নাচতে নাচতে একটি গাছের ডালে চড়ে বসলেন। আর সেখান থেকে সে চিৎকার করে বলতে লাগলেন, হে হারুন, তোর কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না, তুই কি আর কখনো ভালো হবি না?বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেনঃ আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে থাকে? বাহলুল হেসে বলল, আমি পাগল নয়, বরং আমিই বুদ্ধিমান ও জ্ঞানী। বাদশা তাকে জিজ্ঞেস করলেন, তুমি বুদ্ধিমান কিন্তু কীভাবে? তখন পাগল মুচকি হেসে বলল, তুমি জানো যে, তোমাকে তো মরতে হবে আর তখন তোমার শেষ ও চিরস্থায়ী ঠিকানা হবে এই কবরস্থান। তাই আমি মরার পূর্ব থেকে কবরস্থানে থাকা শুরু করছি। আর তুমি প্রাসাদশালায় থেকে আমাকে অবহেলা করছো। এবার বল, আমাদের মাঝে কে পাগল? আমি না তুমি?
saving score / loading statistics ...