Text Practice Mode
পুরনো গিলাফ কি করা হয়?
created Jul 31st 2022, 11:00 by Toufiq
1
79 words
25 completed
5
Rating visible after 3 or more votes
00:00
সংবাদ সংস্থা আলজাজিরা জানায়, বর্তমানে কাবাঘর থেকে গিলাফ খোলার পর তা ছোট ছোট টুকরা করে বিশ্বের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্র ও সৌদিতে অবস্থিত দূতাবাসগুলোকে উপহার দেয়া হয়। উল্লেখ্য এ বছর কাবার গিলাফ পরিবর্তন করা হয় হিজরি ১৪৪৪ সালের প্রথম দিন তথা স্থানীয় সময় গত শুক্রবার সূর্যাস্তের পরে। প্রতিবছর হজ্ব মৌসেুমে ৯ জিলহজ গিলাফ পরিবর্তনের ঐতিহ্য থাকলেও এবার তা রক্ষা করা হয়নি। মক্কার উম্মুল জাওদে অবস্থিত ‘দ্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা’স কিসওয়াহ’ প্রতিষ্ঠানটি প্রতিবছর গিলাফ তৈরি করে থাকে।
saving score / loading statistics ...