Text Practice Mode
আমাদের মাতৃভূমি বাংলাদেশ
created Jun 30th 2022, 09:27 by ashrafb1992
0
114 words
25 completed
0
Rating visible after 3 or more votes
00:00
আমরা বাংলাদেশী। আমাদের মাতৃভূমি বাংলাদেশের বর্তমান বয়স খুব কম হলেও আমাদের ঐতিহাসিক পটভূমি খুঁজতে গেলে প্রায় আড়াই শত বৎসর অতীতে ফিরে যেতে হবে। আমাদের বর্তমান সভ্যতা ও সংস্কৃতি এক দিনে গড়ে উঠেনি।, বিভিন্ন সংঘাত, বিবর্তন ও
উত্থান-পতনের বেড়াজাল পেরিয়ে আমরা বর্তমানে পৌঁছেছি। আমাদের বর্তমান এই সভ্যতার বিভিন্ন দিক উপলব্দির জন্য আমাদেরকে অখন্ড ভারতের বুকে ব্রিটিশ শাসনেরর দু’শত বৎসর ও বাংলাদেশে পাকিস্তানী শাসনামলে দু’যুগের ইতিহাস পর্যালোচনায় সভ্যতার পরিমাপের চাবিকাঠি শিক্ষা নামক পরশ পাথরের পর্যালোচনায় সীমাবদ্ধ থাকবে। কারণ, শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস-সঠিক পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরার প্রচেষ্টাকে সফল করার নিমিত্তই যাবতীয় প্রচেষ্টা নিবেদিত রয়েছে। হে ঈমানদার লোকেরা, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় কর এবং সৎ লোকদের সঙ্গী হও। তোমরা সে দিনটিকে ভয় কর যেদিন কোন সাহায্য পৌছাবে না।
উত্থান-পতনের বেড়াজাল পেরিয়ে আমরা বর্তমানে পৌঁছেছি। আমাদের বর্তমান এই সভ্যতার বিভিন্ন দিক উপলব্দির জন্য আমাদেরকে অখন্ড ভারতের বুকে ব্রিটিশ শাসনেরর দু’শত বৎসর ও বাংলাদেশে পাকিস্তানী শাসনামলে দু’যুগের ইতিহাস পর্যালোচনায় সভ্যতার পরিমাপের চাবিকাঠি শিক্ষা নামক পরশ পাথরের পর্যালোচনায় সীমাবদ্ধ থাকবে। কারণ, শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস-সঠিক পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরার প্রচেষ্টাকে সফল করার নিমিত্তই যাবতীয় প্রচেষ্টা নিবেদিত রয়েছে। হে ঈমানদার লোকেরা, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় কর এবং সৎ লোকদের সঙ্গী হও। তোমরা সে দিনটিকে ভয় কর যেদিন কোন সাহায্য পৌছাবে না।
saving score / loading statistics ...