eng
competition

Text Practice Mode

Sabbir Ahmed

created Jun 25th 2022, 13:25 by sabbir ahmed


0


Rating

1487 words
0 completed
00:00
বাংলাদেশের রেলওয়ের গার্ড গ্রেড-২ সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের গার্ড গ্রেড-২ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন ৩১৯ জন। আর সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন হাজার ৪৫৯ জন। ১৭ জুন এই দুই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করে প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বা বয়স শিক্ষাগত যোগ্যতাসংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে, এমনকি সার্ভিসে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ তা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনানুগ যেকোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
 
আরও পড়ুন
বিমানবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ, পদ ৩৭৪
বিমানবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ, পদ ৩৭৪
গার্ড গ্রেড-২ সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল দেখতে পদের নামের ওপর ক্লিক করুন।
 
মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে রেলওয়ের ওয়েবসাইট বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত জুনিয়র অডিটরের পদের লিখিত পরীক্ষার তারিখ আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত জুনিয়র অডিটরের পদে জনবল নিয়োগের জন্য গত এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিএএফ শাহীন কলেজ ঢাকা, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪০০ জন।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নামে নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র লিখিত মৌখিক পরীক্ষায় ব্যবহৃত হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে, নষ্ট হলে বা চুরি হয়ে গেলে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইট টেলিটকের ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করা যাবে।
 
পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে কেন্দ্র প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার সুবিধার্থে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া অন্য কোনো ধরনের কাগজপত্র, বইপুস্তক, মুঠোফোন, স্মার্ট ওয়াচ, মানিব্যাগ, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র ইত্যাদি সামগ্রী পরীক্ষাকেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
 
মাস্ক ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং সরকার কর্তৃক ঘোষিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
 
বেসরকারি সংস্থা আইন সালিশ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
 
পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
প্রজেক্ট: ইয়ুথরাইজ
পদসংখ্যা:
যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বা সামাজিক বিজ্ঞান অনুষদের যেকোনো বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পার্টনারশিপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ওয়ার্কিং উইথ ইয়ুথ লিডারস, নেটওয়ার্কিং, ওয়ার্কিং অন জেন্ডার, এসআরএইচআর মানবাধিকার বিষয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। এনজিও সেক্টর নিয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
 
আইন সালিশ কেন্দ্রে চাকরি, বেতন ৭৫,০০০
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। ছাড়া উৎসব বোনাস দেওয়া হবে।
 
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার দুটি রেফারেন্সসহ সিভি এক্সিকিউটিভ ডিরেক্টর, আইন সালিশ কেন্দ্র, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা বরাবর এই ই-মেইলে [email protected] পাঠাতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
 
আবেদন পাঠানোর শেষ সময়: ২৮ জুন ২০২২। বিসিএসের মাধ্যমে নিয়োগগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়, সে জন্য নতুন করে পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই উদ্যোগের অংশ হিসেবে দ্রুত সময়ে প্রিলিমিনারি পরীক্ষার ফল দেওয়া, লিখিত পরীক্ষার খাতা দেখার সময় কমিয়ে আনা, খাতা বেঁধে দেওয়া সময়ের মধ্যে না দেখলে পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পিএসসি। পরিকল্পনা নিয়ে চাকরি-বাকরির সঙ্গে কথা বলেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। সাক্ষাৎকার নিয়েছেন মোছাব্বের হোসেন।
 
মোছাব্বের হোসেন
প্রকাশ: ২৪ জুন ২০২২, ১১: ৩৬
এক বছরেই বিসিএস শেষ করার চেষ্টা করা হচ্ছে: পিএসসির চেয়ারম্যান
 দ্রুত সময়ের মধ্যে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশে পিএসসির রেকর্ড হয়েছে। এটি কীভাবে সম্ভব হলো?
 
সোহরাব হোসাইন: গত বুধবার বিকেলে ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী পাস করেন। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লাখ ৭৬ হাজার ৭৬০ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন লাখ ৫০ হাজার ৭১৬ জন।
 
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত মে মাসে নেওয়ার পর এক মাসের আগেই দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মাত্র ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ পিএসসির ইতিহাসে রেকর্ড। সঠিক পরিকল্পনা তা বাস্তবায়ন করার কারণে দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
 
এর আগে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৯ অক্টোবর। আর ফলাফল প্রকাশ হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। অর্থাৎ প্রিলির ফল তিন মাসের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। একইভাবে ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করতে চার মাস সময় লাগে।
 
সঠিক পরিকল্পনা এর বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ছিল। এটি আগে থেকে করার কারণে দ্রুত কম সময়ের মধ্যেই ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা গেছে। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। বিসিএসে যত ভাবে সময় কমিয়ে এনে যাতে দ্রুত সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে চেষ্টা অব্যাহত আছে। তবে দ্রুত সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। অক্টোবরের প্রথম সপ্তাহে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। এক বছরেই যাতে একটি বিসিএসের নিয়োগ কার্যক্রম শেষ করা যায় সে জন্য চেষ্টা চলছে।
 
বিসিএসে সবচেয়ে বেশি সময় লাগে কোন পরীক্ষায়? এটি কমাতে কী উদ্যোগ নিচ্ছেন?
 
সোহরাব হোসাইন: বিসিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষা। এই ধাপে বিষয়ভিত্তিক ৯০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এই ধাপের ফল পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় প্রার্থীদের। ফলে একটি বিসিএস শেষ হতেই কয়েক বছর লেগে যায়। লিখিত পরীক্ষার খাতা যাতে কম সময়ে দেখা শেষ করে ফলাফল দেওয়া যায়, জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
লিখিত পরীক্ষায় আবশ্যিক ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। ছাড়া কারিগরি বা পেশাগত বিষয় থাকে, যা ধাপে ধাপে নেওয়া হয়। এসব পরীক্ষা দিতেও যেমন পিএসসির অনেক সময় লাগে, তেমনি ফলাফল দিতেও সময় লাগে। মূলত বিসিএসের চূড়ান্ত ফলাফল দিতে বেশি সময় লাগে এই লিখিত পরীক্ষা নেওয়া খাতা দেখানোর কাজে।
 
খাতা দেখার পর মার্কস স্বাভাবিক না হলে তা তৃতীয় পরীক্ষকের কাছেও পাঠানোর নিয়ম আছে। এই বিপুল কর্মযজ্ঞে সময় লাগার কারণে বিসিএসের সার্বিক ফলাফল দিতে অনেক সময় লাগে।
 
লিখিত পরীক্ষার খাতা দেখতে কিছু কিছু পরীক্ষক বেশি সময় নিচ্ছেন বলে পর্যবেক্ষণ করেছে পিএসসির কমিটি। খাতা দেখার জন্য এখন থেকে পরীক্ষকদের সময় নির্ধারণ করে দেওয়ার নিয়ম চালু করেছে পিএসসি। এই নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা দেখতে না পারলে ওই পরীক্ষককে আর কোনো খাতা দেখতে দেওয়া হবে না বলে কমিটি সিদ্ধান্ত নিয়েছে। খাতা দেখার টাকা আগের থেকে বাড়ানো হয়েছে। পাশাপাশি সময়ও বেঁধে দেওয়া হয়েছে। সময়ের মধ্যে খাতা দেখা শেষ করতে না পারলে পরীক্ষকের কাছে খাতা নিয়ে নেওয়া হবে এবং আর খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না। সর্বোপরি তাঁকে খাতা দেখার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এটি করা গেলে বিসিএসে দীর্ঘ সময় কমে আসবে। আরও কম সময়ে বিসিএসের চূড়ান্ত ফল দেওয়া যাবে। তবে জন্য পরীক্ষককে আরও বেশি আন্তরিক নিষ্ঠাবান হতে হবে।
 
বিসিএসে সময় কমিয়ে আনতে আরও কী কী উদ্যোগ গ্রহণ করেছেন?
 
সোহরাব হোসাইন: আমরা চাই বিসিএসের সময় যত কম লাগে সে ব্যবস্থা করতে। জন্য কর্মকর্তাদের মধ্যে যে যে পারদর্শী, তাঁদের সর্বোচ্চ কাজে লাগাতে। সব কাজ সবাই ভালো পারে না। যে যেই কাজ ভালো পারেন, তাঁকে সেই কাজ দেওয়া হবে। যদি কেউ কাজ ফেলে রাখেন, তাহলে তাঁকে আমরা সেই কাজ দেব না। ছাড়া প্রতিটি বিসিএসের আগে আমরা পরিকল্পনা করব। এবং যে যে প্রতিশ্রুতি দেব, সেটি অক্ষরে অক্ষরে পালনের ব্যবস্থা করব। আপনারা লক্ষ করবেন, এখন পিএসসি প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সম্ভাব্য সময় উল্লেখ করছে। এটি ঠিক রাখার চেষ্টা করব। কারণ, আমরা এমনভাবে ভেবেচিন্তে সময়গুলো বেঁধে রাখছি, যাতে এটি নিয়ে কোনো দ্বিধা কাজ না করে। ছাড়া কাজের সময়ের বাইরেও পিএসসি সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় কাজ করছে। স্বচ্ছতা বজায় রাখছে। আমাদের কারণে যাতে কোনো পরীক্ষা বা ফল প্রকাশে দেরি না হয়, সেটিতে নজর রাখা হচ্ছে।
 
প্রতিটি বিসিএসের আগে ফেসবুকে নানা গুজব দেখা যায়। কয়েক বছর ধরে বিসিএসের চাকরি নিয়ে তরুণদের বিপুল আগ্রহ বাড়ার পর থেকে পিএসসির নামে ফেসবুকে একাধিক গ্রুপ পেজ চালু হয়। এসব গ্রুপের ছবি নাম এমনভাবে দেওয়া, যাতে দেখে মনে হয় পিএসসি এসব পেজ বা গ্রুপ তৈরি করেছে। কোনো কোনো পেজ গ্রুপে বিসিএসের প্রিলিমিনারি, লিখিত বা ভাইভার সম্ভাব্য তারিখ দেওয়া হয়। এসব দেখে অনেকে এটি পিএসসির দাপ্তরিক ঘোষণা মনে করেন। আবার চূড়ান্ত সুপারিশ কবে দেওয়া হতে পারে, তারও ঘোষণা এসব পেজ গ্রুপে দেওয়া হয়ে থাকে। এটি ফেসবুক পেজ পিএসসির নামেও চালানো হয়। বিষয়ে কিছু বলবেন?
 

saving score / loading statistics ...