eng
competition

Text Practice Mode

সাধারণ নির্বাচন এবং সুশীলসমাজের হ্যালুসিনেশন

created Jun 20th 2022, 07:12 by amijanena


0


Rating

132 words
28 completed
00:00
আমাদের পরবর্তী সাধারণ নির্বচন হতে বাকি মোটামুটিভাবে বলা চলে দেড় বছর। সুতরাং স্বাভাবিক নিয়মেই রজনীতিতে বিভিন্ন আলাপ-আলোচনা শুরু হয়েছে। পত্রিকা খুললেই বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। আমাদরে মনে রাখতে হবে, দেশে ফেরার পর দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রতিটি কাজ একটি দর্শন নিয়ে করছেন। আগামী নির্বচনেও তিনি একটি দর্শন নিয়ে কাজ করছেন। সেটি হলো, কেন নির্বচনে আবার তাঁর দল অংশগ্রহণ করবে। আমাদের দার্শনিক রাষ্ট্রনায়ককে আমাদের তথাকথিত সুশীলসমাজ সব সময় ঠিকমতো বুঝতে  পারে না। বুঝতে  না পারার ফলে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে জনগণের কাছে কতটা জনপ্রিয়  এবং জনগণের কারণেই যে তিনি কতটা শক্তিশালী বিষয়ে তাদের কোনো ধারণা নেই। কারণেই তারা বিদেশিদের কাছে ধরনা  দেয়। ভারে যে আমেরিকা আছে, ইউরোপ আছে। কারণে এরা বিভিন্ন ইস্যু তৈরি করে এবং বিভিন্নভাবে নিজেদের তৈরি করা সংবাদগুলোতে প্রকাশ  করে সেটা আবার বিদেশিদের কাছে পাঠায়।

saving score / loading statistics ...