Text Practice Mode
বড় রাজা ছোট রাজা
created Mar 31st 2022, 17:03 by rakib713481
3
377 words
12 completed
0
Rating visible after 3 or more votes
00:00
দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা। দুজনে একদিন দিগবিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি-ঘোড়া, কামান-বন্দুক সাজিয়ে।মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে, বড় বড় রাজ্য জয় করতে।
এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। ছোট ছোট কামান-বন্দুক, হাতি-ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে। ছোট রাজ্য জয় করতে।
মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল। মহারাজ শুনে এলাম. ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, “তাকে গিয়ে বলো, আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি। সে রাজ্য ছেড়ে অনত্র্য যাক।”
দূত গেল ছোট রাজার কাছে। কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা! কোথায় রাজত্ব! সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষুর অগোচর সে রাজত্ব। সেখানে প্রবেশ করা ভারী কঠিন।
বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, ”চলো আমি নিজে যাব।”
বড় রাজা মস্ত মস্ত হাতি-ঘোড়া, রথ-রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল “সবার চোখে অণুবীক্ষণ লাগীয়ে যুদ্ধে চলো।”
সেনাপতি বললেন, ”এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না।”
রাজা বললেন, ”দেখাই যাক না।”
যুদ্ধ বাঁধল সেনাপতির পায়ের তলা দিয় ছোট রাজার ফৌজ গলে পালাল। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকল। নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগল। বড় বড় অস্ত্র সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ করে। ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, সেনাপতি ফাঁপরে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, “আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে-বড়তে সন্ধি হলে কী হয় তা জানেন না কি?”
বড় রাজা বললেন, “তা কি আর জানিনে?”
সেনাপতি বললেন, “এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা। ওইটুকু আর জানেন না?”
ছোট রাজা বললেন, ”তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরও কী জানতে চন?”
বড় রাজা রেগে বললেন, ”ছোটকে টুটি চেপে ধরলে কী করে তােই জানাতে চাই।” বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোই রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা, তার রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুুুুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কী বেধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল।
এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। ছোট ছোট কামান-বন্দুক, হাতি-ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে। ছোট রাজ্য জয় করতে।
মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল। মহারাজ শুনে এলাম. ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, “তাকে গিয়ে বলো, আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি। সে রাজ্য ছেড়ে অনত্র্য যাক।”
দূত গেল ছোট রাজার কাছে। কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা! কোথায় রাজত্ব! সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষুর অগোচর সে রাজত্ব। সেখানে প্রবেশ করা ভারী কঠিন।
বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, ”চলো আমি নিজে যাব।”
বড় রাজা মস্ত মস্ত হাতি-ঘোড়া, রথ-রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল “সবার চোখে অণুবীক্ষণ লাগীয়ে যুদ্ধে চলো।”
সেনাপতি বললেন, ”এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না।”
রাজা বললেন, ”দেখাই যাক না।”
যুদ্ধ বাঁধল সেনাপতির পায়ের তলা দিয় ছোট রাজার ফৌজ গলে পালাল। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকল। নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগল। বড় বড় অস্ত্র সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ করে। ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, সেনাপতি ফাঁপরে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, “আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে-বড়তে সন্ধি হলে কী হয় তা জানেন না কি?”
বড় রাজা বললেন, “তা কি আর জানিনে?”
সেনাপতি বললেন, “এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা। ওইটুকু আর জানেন না?”
ছোট রাজা বললেন, ”তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরও কী জানতে চন?”
বড় রাজা রেগে বললেন, ”ছোটকে টুটি চেপে ধরলে কী করে তােই জানাতে চাই।” বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোই রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা, তার রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুুুুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কী বেধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল।
saving score / loading statistics ...