Text Practice Mode
কর্ম কোশল জজ
created Mar 16th 2022, 11:45 by soheltp
1
272 words
10 completed
5
Rating visible after 3 or more votes
00:00
আপনার গ্রামে আপনি একটি আধুনিক তাঁত শিল্প স্থাপনে আগ্রহী । ঐ গ্রমে তাঁত শিল্প স্থাপনের উপযুক্ত কারণ উল্লেখ করে সরকাসি অনুমোদন লাভের জন্য শিল্প সচিবের কাছে একটি আবেদন পত্র লিখুন। বাংলাদেশের আমদানি ও রপ্তানির মদধ্য বারসাম্যহীনতা ভারসাম্যহীনতা ।অপ্রচলিত পণ্যের উৎপাদন বৃদ্ধিতেও আছে চাহিদা মিটাতে চাল আমাদের আমদানি করতে হয়। এরূপ পরিস্থিতিতে অপ্রচলিত পল্য রপ্তানির ক্ষেত্রে সর্বাগ্রে অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োহন । চীন, কোরিয়া ও থাইল্যান্ড এর ন্যায় অনেক দেশ এ ধরনের পণ্য রপ্তানি করে বিশেষভাবে লাভবান হচ্ছে। এক্ষেত্রে যেসব পণ্যকে আমরা অবহেলা করে থাকি , বিদেশে তার সমাদর রয়েছে এমন পণ্যের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে । বাংলাদেশের আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্যহীনতা সর্বজনবিদিত । অপ্রচলিত পণ্যর উৎপাদন ঋদ্ধিতেও ইছে সীমাবদ্ধতা । যেমন খৈ রপ্তানির জন্য প্রয়োজন ধার। অথচ চাহিদা মিটাতে চাল আাদের আমদানি করতে হয় । এরূপ পরিস্থিতিতে অপ্রচলিত পণ্য রপ্তানির ক্ষেত্রে সর্বাগ্রে অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন । চীন , কোরিয়া জাপান ও থাইল্যান্ড এর ন্যায় অনেক দেশ এ ধরনের পণ্য রপ্তানি করে বিশেষ ভাবে লাভবান হচ্ছে । যেসব পণ্যকে আমরা অবহেলা করে থাকি , বিদেশে তার সমাদর রয়েছে । এমন পণ্যের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। আপনার গ্রামে আপনি একটি আধুনিক তাঁত শিল্প স্থাপনের আগ্রহী । ঐ গ্রামে তাঁত শিল্প স্থাপনের উপযুক্ত কারণ উল্লেখ করে সরকারি অনূমোদন লাভের জন্য শিল্প সচিবের কাছে একপি আবেদন পত্র লিখুন । বাংলাদেশের আমদানি ও রপ্তানি মধ্যে ভারসাম্যহীনতা সর্বজনবিদিত । অপ্রচলিত পণ্যের উৎপাদন বৃদ্ধিতেও আছে সীমাবদ্ধতা । যেমন খৈ আমরা রপ্তানির জন্য প্রয়োজন ধান ।অথচ আমরা চালের চাহিদা মেটানোর জন্য চাণ আমদের আমদানি করতে হয় । এরূপ পরিস্থিতিতে অপ্রচলিত পণ্য রপ্তানির ক্ষেত্রে সর্বাগ্রে বাংলাদেশের আমদানি ও রপ্তানির মদে ভারসামহীনতা সর্বজনবিদিত । অপ্রচলিত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে ও আছে সীমাবদ্ধতা । যেমন খৈ রপ্তানির জন্য প্রয়োজন
saving score / loading statistics ...