eng
competition

Text Practice Mode

বাংলা টাইপিং ভালো করার উপায়।

created Mar 13th 2022, 08:01 by Md. Zahirul Islam


4


Rating

133 words
56 completed
00:00
আমরা সকলে জানি বর্তমান সময়ে ভালো জব সরকারী কি বেসরকারী পেতে গেলে ভালো কম্পিউটার জানতে হয়। ভালো কম্পিউটার জানা ছাড়া ভালো জব পাওয়া কষ্টকর বিশেষকরে যারা কম্পিউটার অপারেট বা ডাটা এন্ট্রিপদের জন্য আবেদন করেন বা এসব পোস্টে চাকরি করতে চান তাদের অবশ্যই ভালো কম্পিউটার জানা থাকতে হবে এবং বাংলা ইংরেজি ভাষায় ভালো টাইপিং জানা থাকতে হবে। ইংরেজি টাইপিংটা আমরা সহজেই আয়ত্ত্বে আনতে পারি কিন্তু বাংলা টাইপিং আমাদের বেশীর ভাগেরই দক্ষতা কম। বাংলা টাইপিং ভালো করতে হলে নিয়মিত টাইপিং যেমন করতে হবে তেমনি যুক্ত বর্ণগুলো ভালো রপ্ত করে রাখতে হবে। বাংলা টাইপিং করার সময় যে সমস্ত যুক্ত বর্ণ মাঝে মাঝে আমাদের সামনে চলে আসে সেগুলোর মধ্যে কিছু তুলে ধরা হলো-  জ্ঞ, ঞ্চ, ঞ্ছ, ক্ষ, ক্ষ্ম, ক্ত, ত্ত, ক্র, ভ্র, ষ্ণ, হ্ন, হ্ণ, ন্ন, ক্ক, ঙ্গ, ন্ম, ল্প, হৃ, ঞ্ঝ, ঞ্জ ইত্যাদি।

saving score / loading statistics ...