Text Practice Mode
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
created Jan 20th 2022, 05:02 by Jahan031
0
184 words
17 completed
0
Rating visible after 3 or more votes
00:00
৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করে যখন আওয়ামী লীগ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হয় ঠিক তখনই মূলত সূত্রপাত হয় মুক্তিযুদ্ধের। শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিপুল মানুষের মাঝে তার সেই ঐতিহাসিক ভাষন দেন। এবং তিনি সেই ভাষনে বলেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” তার এই জ্বালাময়ী ভাষনে দেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন। এরই মধ্যে পাক হানাদার বাহিনী ২৫ মার্চ মধ্য রাতে এদেশের বুদ্ধিজীবী হত্যা এবং দেশের সর্বস্তরের মানুষের উপর গনহত্যা চালায়। যার ফলে বাঙ্গালী মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে। এবং খুব অল্প সময়ের ভিতরেই তৈরি হয় মুক্তিবাহিনীর। তারা তাদের জীবন বিপন্ন করে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিপর্যস্ত করে ফেলে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক, অর্থনৈতিক এবং কুটনৈতিক ভাবে সাহায্য করে। এবং এসময় পাকিস্তান সরকার বুঝতে পারে তাদের পরাজয় অনিবার্য তাই দারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আন্তর্জাতিক সংঘর্ষে রুপ দেয়। এসময় তারা ভারতে বিমান হামলা চালায় যার ফলে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়ে যায়। এবং বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমণের মুখে তারা পরাজয় শিকার করে। এবং দীর্ঘ নয় মাসের যুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
saving score / loading statistics ...