Text Practice Mode
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন
created Jan 20th 2022, 05:01 by Jahan031
0
102 words
23 completed
0
Rating visible after 3 or more votes
00:00
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের গুণাবলি প্রকাশ পায় স্কুল জীবন হতেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এছাড়াও তার ভাষা আন্দোলনেও ছিল অগ্রনী ভূমিকা। ১৯৪৭ দেশভাগের সময় শেখ মুজিব ছিলেন একজন তরুণ ছাত্র নেতা। দেশ ভাগের সময়ও তিনি রাজনৈতিক ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেন। পরবর্তী কালে তিনি আওয়ামী লীগের সভাপতি পদে অভিষিক্ত হন। এবং এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন। তার ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে ছয় দফা দাবি ইত্যাদি ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং রাজনৈতিক কারনে ও দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সংগ্রামের কারনে তিনি বহুবার জেলও খেটেছেন।
saving score / loading statistics ...