eng
competition

Text Practice Mode

বঙ্গবন্ধুর জন্ম পরিচয়

created Jan 20th 2022, 05:00 by Jahan031


0


Rating

99 words
18 completed
00:00
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমান গোপালগঞ্জ জেলা) অন্তর্ভুক্ত পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ই মার্চ (বাংলা ১৩২৭ বঙ্গাব্দের ৩রা চৈত্র) তারিখে। পরিবারে বঙ্গবন্ধু ছিলেন খুবই আদরের। তাকে ছোট বেলায় আদর করে ডাকা হতো খোকা নামে। বঙ্গবন্ধু ছয় ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতার নাম ছিল শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন। শেখ লুৎফর রহমান ছিলেন গোপালগঞ্জ দায়েরা আদালতের সেরেস্তাদার। তার নাম শেখ মুজিবুর রহমান রেখেছিলেন তার নানা আব্দুল মাজিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলের ছোট বেলা থেকেই মানুষের প্রতি দয়াশীল এবং অপরের প্রতি সাহায্য করাই ছিল তার প্রধান কাজ।

saving score / loading statistics ...