eng
competition

Text Practice Mode

পায়রা উড়ে গেল মাতারবাড়ী

created Nov 13th 2021, 11:33 by TanniMohona


0


Rating

109 words
6 completed
00:00
‘আন্তর্জাতিক রাজনীতি’ সামাল দিতে কখনো কক্সবাজারের সোনাদিয়ায়, কখনোবা মাতারবাড়ী, আবার কখনো পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের পথে হেঁটেছে সরকার। পায়রায় গভীর সমুদ্রবন্দর করার কাজে ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগও হয়েছে। কিন্তু সোনাদিয়া পায়রাকে বাদ দিয়ে অবশেষে কক্সবাজারের মাতারবাড়ীকেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য চূড়ান্ত করেছে সরকার।
 
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, বর্তমানে মাতারবাড়ীতে একটি বন্দর নির্মাণের কাজ চলমান। হাজার ২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাসহ অন্যান্য যন্ত্রপাতি আমদানি করতে বন্দর নির্মাণ করা হচ্ছে। সেটাকেই এখন আরও বড় করে গড়ে তোলা, অর্থাৎ গভীর সমুদ্রবন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা। পুরো টাকাই জোগান দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

saving score / loading statistics ...