eng
competition

Text Practice Mode

বাংলা টাইপিং ২

created Oct 7th 2020, 15:22 by ahshimul


2


Rating

167 words
62 completed
00:00
আপনার টাইপিং এর গতি কি ধীর? টাইপ করার সময় বার বার ভুল হয়? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আপনি চাইলেই অনলাইনে ফ্রী টাইপিং ক্লাস করতে পারবেন। আপনি শিক্ষার্থী চাকরিজীবী অথবা যা-ই হন না কেন, এই ফ্রী অনলাইন টাইপিং সাইটগুলো আপনার  টাইপিং গতি দক্ষতা আরো একধাপ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এমনই ৭টি ফ্রি ওয়েবসাইটের কথা আজ আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ব্যাপকভাবে ব্যবহৃত একটি ওয়েবসাইট। নতুন শিক্ষার্থী থেকে শুরু করে প্রফেসনাল সবার জন্য রয়েছে ৪৫টি টাইপিং কোর্স সুবিধা। প্রথমে আপনি ছোট কোর্স গুলো নিতে পারেন যাতে করে আপনি আপনার টাইপ করার গতি সামর্থ্য বুঝতে পারবেন। প্রথমের কোর্স গুলোতে আপনাকে কীবোর্ডে আপনার হাতের আঙ্গুলের অবস্থান কিভাবে হবে তা বুঝিয়ে দেয়া হবে। এই সাইটে আপনি আপনার টাইপিং গতি, শুদ্ধতা ভুলত্রুটির ফলাফল দেখতে পাবেন। এছাড়াও এই সাইটে ৮টি মজার টাইপিং গেমস রয়েছে। এসব গেমস খেলেও আপনি টাইপিং শিখতে পারবেন। এই ওয়েবসাইটে শিক্ষক শিক্ষার্থীরা আলাদাভাবে লগইন করার ব্যবস্থা আছে। শিক্ষকরা সহজেই শিক্ষার্থীদের টাইপিং কাজ দিতে পারেন এবং তাদের কাজের ফলাফল দেখতে পারবেন।   

saving score / loading statistics ...